STORYMIRROR

Gopa Ghosh

Tragedy Others

3  

Gopa Ghosh

Tragedy Others

লালে লাল

লালে লাল

1 min
238

কৃষ্ণ চূড়া তোর লাল রং দেখে

আমার মনে পড়ে, সেই নববধূর কথা,

তার সিঁথি লাল সিঁদুরে মাখামাখি, টকটকে লাল বেনারসি, যেনো চুম্বকের মত

টেনেছে আমায়, সলজ্জ চোখ

মাটির পানে, কি অপরূপ ছিল তার ভঙ্গি,

সূর্যাস্তের লাল রঙের মত সেও একদিন অস্ত গেলো,

আমার জীবনের আকাশ থেকে, ভালোবাসার নেশা গাঢ় করার রং ছিল লাল,

তাই লাল আমার প্রিয়, চোখের ঝাপসা দৃষ্টিতে এখন সেই লাল দেখি বেশ ফিকে,

তবে মনের অন্দরের দেওয়ালে যে লাল রং সে মাখিয়ে দিয়ে গেছে,

তা আগের মতোই টকটকে এখনো।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy