লাল টিপ
লাল টিপ


তুমি আমাকে ঝুপ করে কোলে তুলে নিতেই
সব মান অভিমানের ধাঁধা , চোখের নিমেষে গায়েব !
পায়রাটা যেমন গায়েব হয়ে যায়, ঐ টুপির ভেতরে l
ম্যাজিক! ভেলকি! মায়া! নাকি অন্যকিছু !
ঐ বুকের মধ্যে এমন কিছু একটা থাকতো তোমার
যেটা ভাষায় প্রকাশ এখনো আমার সাধ্যের বাইরে l
যখন কোনোকিছু না পাওয়ার বায়নায়
চোখের জলে বাঁধ ভেঙে যেত l
তখন তুমি টুপ্ করে দুহাতে তুলে নিয়ে
আকাশের নীল ক্যানভাসে দিতে ছুড়ে l
আমার স্বপ্ন গুলো পাখি হতো l কখনোবা বাস্তবে l
সাতরঙা মাছরাঙাটা উড়ে যেত মায়ার জলে l
কখনোবা !
যখন তুমি দুহাতে ছুড়ে দিতে শুন্যে ,
ঐ রাঙা সূর্যটাকে বহুবার খেলার বল ভেবে
ধরতে গিয়েছি l
লালরঙা বলটা ছিল ভীষণ আকর্ষণীয় l
শেষে কিছুতে ধরাও দিতোনা না সেটা ,
তোমার কোলেই আবার ফিরে আসতাম একরাশ চোখের জল নিয়ে l
রাঙা গোলকটা তখন নিরাশ করেছিল আমায় বার বার আমারই অজান্তে l
সেটা ধড়তে না পারায়, হেরে যাওয়ায় ভীষন আক্ষেপ ছিল l
ছিল না পাওয়ার যন্ত্রণাও l
আমি তো তখনও অবলা l
সবে তো বছর এক l
তবু তুমি কেমনে বুঝেছিলে জানিনা মাগো
তাই কি সেদিন তোমার লাল টিপটা
খুলে ধরিয়েছিলে আমার হাতে ?
সেদিন আমার সেই
একরাশ ঘন নিরাশা
নিমেষে কেটে গেছিলো সেই স্নিগ্ধ আলোয় l
অদ্ভুত ম্যাজিক !
ওটা সেই লাল গোলক থেকেও বেশি তেজি ছিল,
বুঝেছি এখন, মাগো l
হাতে যেন রাঙা আগুন পেতাম l আক্ষেপের গ্লানীটা ধুয়ে মুছে গেছিলো সেবার সেই আগুনের তাপে l
ফোকলা দাঁতে খিলখিলিয়ে খুব হাসতাম আর
লুটিয়ে পড়তাম তোমার দুহাতের স্নিগ্ধ বাঁধনে l
আমার প্রিয় নাগড়দোলায় হাত দুটো ছেড়ে
ঝুলে থাকতাম l
দে দোল l দে দোল l
কতই না দোল খেয়েছি l
স্মৃতির দোলায় তারা এখোনো হাসে l
অনেক খুঁজেছি l স্বপ্ন আর বাস্তবে l
অমন একটা নাগড়দোলা আজও খুঁজে পাইনি l
এখন হতাশায় বাঁধ ভাঙার সময় l
সেই লাল টিপটা খুব মনে পড়ছে l মাগো
তবে যে না পাওয়ার আক্ষেপগুলো
জীবনের সাথে সাথে ক্রমে যন্ত্রনায় বর্ধমান l
নিরাশার কুঠুরিতে বিতৃষ্ণা গুলোও বর্তমান l
মাগো, ঐ টিপটা আবার দাও,
দাও ধরিয়ে আবার l
সব না পাওয়ার আক্ষেপ, গ্লানি
আবার যেন তোমার স্নিগ্ধ আগুনে বিসর্জিত হয় l
দাওনা ধরিয়ে মাগো
তোমার ঐ লাল রঙা টিপটা আবার l
তুলে নাও মাগো তোমার হাতে
আমার হাতটি আবার l
🙏🙏🙏🙏🙏🙏🙏নমস্কার🙏🙏🙏🙏🙏🙏🙏