লাল গোলাপ
লাল গোলাপ

1 min

1.2K
বৃষ্টি থামার পর
আকাশ যখন লালাভ আভায় ভরে উঠেছিল,
রাস্তার উপর খোলা রঙিন
ছাতাগুলো একের পর এক
বন্ধ হয়ে যাচ্ছিল ,
ঠিক তখনই আমদের দেখা হয়েছিল রাস্তার বাঁকে ।
সলজ্জ ভঙ্গিতে তুমি দাঁড়িয়ে ছিলে,
হাতে ছিল একখনি বিমর্ষ গোলাপ ।
এলোমেলো হাওয়ায় কাঁপছিল পাঁপড়িগুলো ,
লজ্জা রাঙা মুখে তুমি এগিয়ে দিয়েছিলে গোলাপটা ।
আমাদের প্রেমের গোলাপ দিবস ।
প্রেমের উত্তাপে রক্তাভ হচ্ছিল গোলাপটা
কালো পিচের ওপরে দাঁড়িয়ে থাকা
পা চারটের দূরত্ব ঘুঁচিল ক্রমশ ।
নিলাম্বরী হয়ে তুমি এসেছিলে
রাস্তার পাশে লাল গোলাপ হাতে ।।