STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Tragedy Others

3  

শিপ্রা চক্রবর্তী

Tragedy Others

লাল দেওয়াল!!

লাল দেওয়াল!!

1 min
208


তোমার আমার মাঝে দাঁড়িয়ে আছে

যে বিভেদের শক্ত দেওয়াল,

তার রঙ আজ হয়েছে লাল।

আপনজনের রক্তে আজ সে

হয়েছে রঞ্জিত,

হৃদয়কে করেছে সহস্র ছুড়ির

আঘাতে ক্ষতবিক্ষত।

কত সহস্র প্রান হয়েছে বিসর্জন,

হাসিমুখে তারা নিয়েছে সকলের

থেকে বিদায় শিওরে দাঁড়িয়ে

যখন শমন।

তবুও কমেনি হিংসা, বিদ্বেষ

হানাহানির আগুন,

আহুতি দিয়ে চলেছে আজও

কত সহস্র নিরীহ জীবন,

আজও সে আগুন তীব্র উত্তাপ

ছড়ায় দিকে দিকে,

আকাশে বাতাসে শুধু করুন

অর্তনাদ ভেসে আসতে থাকে।

কত মায়ের কোল হয় শূন্য!

কত সন্তান হয় পিতৃ হারা!

কত প্রেয়সি তার প্রিয়কে

হারিয়ে হয় দিশাহারা।

তবুও নেভেনা বিভেদের এই আগুন

ছড়িয়ে পড়ে চর্তুদিকে,

লাল দেওয়াল দাঁড়িয়ে থাকে

তারই প্রতীক রূপে।





Rate this content
Log in

Similar bengali poem from Tragedy