কুইক সিঙ্গেল
কুইক সিঙ্গেল


বুকে উঠছে ধুকপুক , চোখ বড় হয়ে ...
ওই যে কোণা থেকে ধেয়ে ছুটে আসছে
এক দুরন্ত গোলা , এই বুঝি ওই-ওই যে
ছোট্ট গেট ভেঙ্গে যাবে ঢুকে, আর তারপর ...
চোখে দেখা যাচ্ছে গোলাটা সীমা টপকানোর আগেই
ঢুকে ছিটকে দেবে ওই কয়েক ইঞ্চির গেট ।
ভয়ে পা একবার টলেও উঠছে , কেটে যাচ্ছে
একেক করে সেকেন্ড ...
এবার লাফ দেওয়া ছাড়া কোনো উপায় নেই ;
ধুলো উড়িয়ে সীমা পেরিয়ে ঘাসে বুক ঘষে কিন্তু
ততক্ষণে খট করে একটা শব্দ কানে ,
সাথে আলোর ঝলকানি উত্তেজনা আনে ।
লজ্জায় মুখ ওঠাতে সাহস হয়নি ।
হোম ক্রাউডের চিৎকার শুনে উঠতে সাহস হলো
আড়চোখে দেখি জায়েন্ট স্ক্রিনে সবুজে লেখা ...
সত্যি রান আউটের সম্ভাবনা যদি বোঝা যায় ,
ব্যাটসম্যানের মনে যেন টাইম বোম্বের টিকটিক ;
আউট হোক না হোক ওই কিছু সেকেন্ড ...