কথা রেখেছি আমি
কথা রেখেছি আমি

1 min

360
অবশেষে নিজের বানানো বাসা!
অভিশাপের চৌদ্দ বছর --
ভাড়া বাড়ির নরক যন্ত্রণা --
মালিক মালকিনের পিশাচের দংশন!
শেষে অবশেষে --
একটা ছায়া ঝোপে একটা পাখির বাসা --
আপন মনের রং দিয়ে গড়া!
পরের বাসার প্রতিদিনের হীনতার চরম সীমায় --
গভীর খাদের ধারে --
মনে নিলাম সুকঠিন সংকল্প,
অভদ্র বর্ষা আর শুধু দুটো,
আরো বেশি এই ব্যথা আর না!
অনেক মেহনত, রক্ত, ঘাম ঝরা --
অনেক চোখের জল --
অনেক অনেক উদ্বিগ্ন ক্ষণ শেষে --
কথা রেখেছি আমি!
বাসা এক হয়েছে আমার
শপথের অনুসারী!