Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Anindita Das

Classics

2  

Anindita Das

Classics

কৃষ্ণকলি

কৃষ্ণকলি

1 min
744


দীপাবলির রোশনাইতে মেতে কালো মেয়ে পূজি

পুজোর শেষে বছর জুড়ে ফর্সা, তন্বী খুঁজি |

কৃষ্ণকলির রূপে মজলেও তার গৃহে প্রবেশ মানা

গৃহে কেবল মানায় প্রকৃত ফর্সা, গৃহকর্মনিপুণা |


কৃষ্ণকলি রাম্প মাতাক, রূপে জগত আলো হোক

বুকের মধ্যে ধরাক কাঁপন, কাজল হরিণ চোখ |

কৃষ্ণা হোক বা সত্যবতী, কালো মেয়ের রূপে 

পতঙ্গের মত ঝাঁপিয়েছে পুরুষ, আগুনজ্বলা বুকে |


তন্বী শ্যামার রাগের আগুনে বুক পাতেন দেবাদিদেব

প্রলয় থেকে জগৎ বাঁচাতে শ্যামা থামেন অবশেষ |

অন্ধকার থেকে আলোয় ফেরান, নিজে সাজেন কালী

মনের অন্ধকার কাটিয়ে দাও মা, দীপ্ত প্রদীপ জ্বালি |


গুণই হোক আসল পরিচয়, রূপের বিচার পরে ,

ধর্ষণ মুক্ত দেশ দাও মা, তোমার প্রসাদ বরে |

রূপটানে অপমান আর নয়, এবার কালোর হোক জয়

চিন্তাধারায় আসুক বদল, শেষ হোক সামাজিক অবক্ষয় |


Rate this content
Log in

Similar bengali poem from Classics