কৃষ্ণকাম
কৃষ্ণকাম


হলুদ বরণ গোধূলি লগন আকাশে সিঁদুরী চাঁদ
কদম্ব গাছে লতানো জ্যোৎস্না নিশ্চুপ নিনাদ।
তুই নিভৃতে এসে ভিজিয়ে দুয়ার
আমায় বানালি তোর কৃষ্ণের বাঁশি আর তুই হলি আমার রাই
কৃষ্ণকাম হৃদয় আত্মহারা দু’জনার নিঃশ্বাস প্রশ্বাস হাওয়ায়।
রূপহীন কৃষ্ণরূপ
তুই তুলে নিলি সমুদ্র মন্থনে অমৃত,
বিলিয়ে দিলি ঘরে ঘরে
নিজের গলায় গিলে নিলি নীল বিষ কামিনী ।
তুই নিত্য বেহাল বাঁশির টানে... শ্যামশালিনী ।
দুগ্ধবরণ ভোরে তুই আরও বেশি রমণী
গৃহের গৃহিণী তোর কৃষ্ণপ্রেম সংসারিনী
তোর নেশা-নীল নয়ন, ঠোঁট উত্তরবিহিন
ঘরগেরস্তি কবির উদ্দ্যান কবিতার বৃন্দাবন ।