করোনা সতর্ক
করোনা সতর্ক

1 min

358
করোনার ত্রাসে
গোটা জাতি করাল গ্রাসে ।
দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যার গড়ন
কে কাকে দেখবে, তারই টানা পোড়ন।
চীন ইতালি স্পেন হল বিধ্বস্ত
এখন ভারত ও করালগ্রস্ত ।
গোটা দেশ জুড়ে লকডাউন জারি
তবুও কোনো কোনো জায়গায় বসেছে দোকান পশারী।
দয়া করে সমাবেশ বন্ধ করুন
অপরকে বাঁচান আর নিজে বাঁচুন।
ঘন ঘন নিজেকে পরিস্কার করুন
কারুর সঙ্গে কথা বললে মাক্স সহ গা হাত পা ঢাকুন।
সরকারকে সাহায্য করুন
আর নিজের পাশাপাশি পাঁচ জন কে সুস্থ রাখুন ।
মানলে ডাক্তার সরকারের আদেশ
মৃত্যুর মিছিল বন্ধ হবে ,বাঁচবে দেশ।