ক্ষণিকের সস্তি
ক্ষণিকের সস্তি


প্রথমে এলো ফনী তারপর বুলবুল
সভ্যতা হলো ব্যাকুল।
ভেঙ্গে গেল ঘর ,রহিবার ঠাঁই নাই
এখনও আমরা তাঁবুতেই রই।
ফসল হল নষ্ট সঙ্গে মা অসুস্থ
পরিবার হল ব্যাতিব্যস্ত।
নিয়ে এলাম ছুটি,মা নার্সিংহোমে ভর্তি
কানাকড়ি জোগাড় করে পরিষেবার জোরে মায়ের হল সুস্থি।
আবার এলো করোনা,পাড়া পড়শির বায়না
ছেলে এসেছে বাহিরে থেকে,পাড়ায় ঢুকতে দেওয়া যাবেনা।
সাস্থকর্মী সঙ্গে পুলিশ সবকিছুর পরে বলল সুস্থ
তারই মাঝে কিছু মানুষ হল রুষ্ট ।
অবশেষে সব কিছুর হল সমাপ্তি
পেলাম মনে একটু অক্সিজেন নেওয়ার সস্তি।