তৃষ্ণার্ত
তৃষ্ণার্ত


চেনা রাস্তা, অচেনার মতো অবাক হয়ে তাকিয়ে আছে
একটি মানুষ দেখলে যেন আকুল প্রানে কিছু বলতে চাইছে ।
জনবহুল রাস্তা এখন মরুভূমির নিঃপ্রান
গাড়ি ঘোড়া দোকান সবকিছু শূন্য -- শুনশান ।
এর কারণ করোনা ভাইরাস ও লকডাউন
মানুষ ঘরে বন্দি, ক্ষুধার রাজ্যে জ্বলছে আগুন ।
কিছু পরিযায়ী মানুষ টলতে টলতে চলছে রাস্তায়
বেচারা সব, পড়েছে বেকায়দায়।
অন্তঃচক্ষুতে দেখি এই জায়গাটি খুব চেনাশোনা
তোমার সঙ্গে চায়ে চুমুকের লগে হতো আনাগোনা ।
ইডেনের হো হো শব্দ শোনা যায়নি মাস ছয়েক
হাজার বাসনা থিতিয়ে পড়েছে, এখনও আছে শয়েক ।
প্রিন্সেপ ঘাটের ডিঙি গুলি বসে আছে একা একা
না জানি আবার কবে তোমার সঙ্গে ডিঙিতে হবে দেখা ।
ভিক্টোরিয়ার গাছের গোড়ায় এখন এক হাত ঘাসের সৃষ্টি
কত মনোহর স্মৃতি আর আছে শত শত কীর্তি ।
রবীন্দ্র সরোবরের সেই ঘটনা
না থাক আর বলবো না ।
কবে ফিরবে সেই রঙিন পৃথিবী
সবার মন থেকে ঘুচবে বর্তমান কলঙ্কময় ছবি ।