STORYMIRROR

Avijit Adak

Abstract Romance Others

2  

Avijit Adak

Abstract Romance Others

মনের খোঁজে

মনের খোঁজে

1 min
227


নতুন বছর শুরু হল পয়লা বৈশাখে

প্রথম সাক্ষাৎ হয়েছিল গত চৈত্রের রাতে ।


না না সরাসরি নয় 

ফেসবুকের হাত ধরেই সাক্ষাৎ হয়।


যখনই দেখি ম্যাসেনজারে, সবুজ আলো 

সর্বদা মনে হয়,এই বুঝি বার্তা এলো ।


তারপর একটু একটু ম্যাসেনজারে কথা 

বেড়ে যাচ্ছে তোমার প্রতি আমার নির্ভরতা ।


তোমার বার্তা দেখলে ম্যাসেনজারে

জানি না কেনো আমার হৃদস্পন্দন বাড়ে ।


হয়নি এখনও ফোন নম্বর আদানপ্রদান 

আমাদের ভরসা শুধু জুকারবার্গের আধান ।


ফেসবুকে পেলাম না, তোমার কোনো তথ্য 

শুধু আছে একটা পরী ও কিছু সামাজিক সত্য ।


আজকে যখন দেখলাম তোমার হাসি মুখ 

কোথায় যেন হারিয়ে গেলাম,পেলাম অনুভূতির সুখ।


বেশিক্ষন চোখে চোখ রাখতে পারিনি,বাধ্য হলাম সরাতে 

মনে হচ্ছে তোমার ফটো কিছু বলতে চাইছে।


লাল লিপস্টিক ঠোঁট আর বাঙালীয়ানা শাড়ি 

ভগবান বিষ্ণু ও তোমায় পেতে করবে আড়ি ।


কৃষ্ণকালো চুল আর প্রেমাতুর নয়ন

মনে আছে আশা,তোমার সঙ্গে হবে মিলন ।


ঘুমের মধ্যে থেকেও তোমার ছবি আঁকি 

সকাল সন্ধ্যা কথা হবে,এই বাসনায় থাকি।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract