ভাবনা
ভাবনা
1 min
361
যাবো আমি বিকেলে ঘুরতে
দেখা হবে তোমার সাথে ।
হাতে হাত ধরে ঘুরবো
আর সাথে গল্প করবো ।
থাকবে গরম চায়ের চুমুক
আর সাথে তোমার হাসিমুখ ।
হবে চোখে চোখে ভাব আর আড়ি
তোমার সঙ্গে দেবো পাড়ি ।
মনে করি গোপাল হবো
এক বাসনার কথা কইবো
প্রথমটা তেই তিন চাইবো
বুঝবে না কখন হাজার লব.....
জানি এ বাসনার হবে না শেষ....
এখন তোমায় ঘিরে শুধু অসীম আবেশ।
কবে হবে স্বপ্ন পূরণ
মধুর আবেশে পাবো আলিঙ্গন।