ভালোবাস মানে অনুভূতি
ভালোবাস মানে অনুভূতি


দেখেছি তোমার ছবি,সবুজ শাড়িতে
নিশ্চুপ আমি,তোমায় দেখে ।
মনে মনে ভাবি এটা কি রুপ
অনুভূতি হল সর্গ দেখার সুখ।
কল্পনায় দেখি তুমি ভেজা খোলা চুলে
পরীর অস্তিত্ব আছে,লোকে বলে ।
তারপর যখন তুমি কপালে নিলে টিপ
ঠিক যেন শরতের আকাশে সৌন্দর্যময় প্রদীপ ।
হাতে চুড়ি চোখে কাজল
তোমার লয়ে আমি পাগল ।
লাল লিপস্টিক ঠোঁট আর নুপুর পায়ে
ভেসে আছি শুধু তোমার লয়ে ।
বঙ্গ নারী হয়ে তুমি আমার হাত ধরলে
হারিয়ে গেলাম আমি তোমার কোলে ।
তারপর হাত ধরে রাতের কলকাতা ঘোরা
সাক্ষী ছিল লাইটপোস্ট আর একটি মাত্র তারা ।
খানিকক্ষণ পরে মেঘের গুরুগুর আর বৃষ্টি
তুমি সঙ্গে তাই রোমাঞ্চকর সৃষ্টি ।
বাহিরে বৃষ্টি আর সঙ্গে গরম চায়ের পেয়ালা
এক পলক চোখে চোখ ফেলা।
চোখের ভাষা আর বর্ননাতীত মৃদু হাসি
হ্যাঁ , আমি পাগল তোমায় ভালোবাসি ।
হঠাৎ শুনলাম,দরজায় ঠক ঠকানি
মায়ের শব্দ, উঠবি নাকি খাবি বকুনি ।