কোথাও যাওয়া হয় না
কোথাও যাওয়া হয় না
সকাল থেকে আকাশের মুখ ভার,
এখানে ওখানে কালো ছাপ,
যায় আর আসে,
সঙ্গে আছে এলোমেলো হাওয়া।
উড়ো উড়ো মন কোথাও বসে না,
কাকে চাই কেন চাই
কিছুই বোঝে না,
কারো কথা মনে আসে না,
নির্বাক কথা কয় না।
ফ্যাল ফ্যালে চোখ দৃষ্টি উদাস,
হৃদয় সাগরে ঢেউ গর্জন,
আকুলতার চর্বিত চর্বন,
সময় বহর শেষ হয়েও হয় না,
স্থবির বসে আছি
কোথাও যাওয়া হয় না।
