কোলকাতা বইমেলা :::
কোলকাতা বইমেলা :::


এ নগর "তিলোত্তমা"--
এ মোদের প্রাণের কোলকাতা,
এ নগর বিলিয়েছে
আবহমান ধরে
একতার বারতা ...
এ নগর দিয়েছে জন্ম
বিশ্বজয়ী সাহিত্যিকে,
এ নগর ছুঁয়েছে গগন
হাত ধরে রবীন্দ্রনাথে ....।
এ নগর আবেগ বিহ্বল
প্রাণের উৎসব বইমেলাতে ---
কলকাতা বইমেলা
বেঁধে ফেলে এক সুতোতে
গুয়েতেমালা, রাশিয়া, বাংলাদেশ
ফ্রান্স ,নেপাল , মায়ানমার
কিংবা বলিভিয়াকে ---।
কলকাতা বইমেলা
তোমাকে চিনে নেয়
এক ডাকে বিশ্ব লোকে !
সারি সারি পসরা সাজিয়ে
"লিটল ম্যাগাজিন" দলে
জানান দেয় সমস্বরে ---
এই দেখো,
এখনো আমরা আছি বেঁচে
বুকে নিয়ে
কলকাতা বইমেলা কে .....!!!