কোকিল গেছে ফেঁসে
কোকিল গেছে ফেঁসে
দেখতে পেয়ে কাকের ঘরে,
ভাবলো সবাই তখন,
কোকিল করে পরকীয়া,
বিয়ে দেবে এখন।
বিয়ের আসর বসলো গাছে,
জোনাক জ্বালে আলো,
আলোর মালা গলায় পরে,
কাককে দেখায় ভালো।
ফিঙে বাজায় মাদল খানি,
গান ধরেছে ময়না,
টিয়া সাজাচ্ছে ফুলদানি,
বাবুই আনে গয়না।
শকুন করে ভোজের রান্না,
তাই মাংস আনে চিল,
ঐ কাঠঠোকরা বাটে বাটনা,
সামকল জ্বালাচ্ছে ঝিল।
সাদা পোশাকে পুরুত বক্
বিয়ের মন্ত্র ঝালায়,
ব্যস্ত কোকিল করছে যে ছক,
কেমন করে পালায়।
পছন্দ হয়নি তার এই কনে,
ছানা নিতে এসে,
এখন গেছে বোকা বনে,
ধরা পড়ে ফেঁসে।
