কন্যাভ্রুণের আত্মবিলাপ
কন্যাভ্রুণের আত্মবিলাপ
মা, মাগো শুনতে কি পাচ্ছো
আমার গলার স্বর ,
আমি যে তোমারই অংশ
তোমার গর্ভে ঘর ।
জানো মাগো, আমি কিন্তু ছিলাম আনন্দেতে
তোমার মতোই রূপে - গুণে
আসবো পৃথিবীতে ।
তোমার কোলে থাকবো আমি
তোমার সোনামনি ,
তুমি আমার গর্ভধারিণী
আমার মিষ্টি মামনি ।
তোমার মতোই রং হবে আমার
তোমার মতোই মুখশ্রী ,
হবো তোমার মতোই মিষ্টভাষী
হাতে - পায়ে লক্ষীশ্রী ।
তোমার মতোই হবো বিদ্যাধরী
তোমার মতোই শিখবো নাচ - গান ,
ঠিক তোমার মতোই তোমাদের
বাড়াবো অনেক মান ।
তুমি আমার সখী হবে
তুমিই হবে আমার আদর্শ ,
তোমার সাথেই করবো মাগো
সব গোপন পরামর্শ ।
এক একটি করে গুনছিলাম দিন
তোমার কোলে আসবো ,
কেনো
মাগো , হত্যা করতে চায় সবাই
আমাকে তুমি বাঁচাও মাগো ,
আমি বাঁচতে চাই , আমি বাঁচবো ।
নাঃ! হোলো না শেষ রক্ষে
তুমিতো মাগো, অজ্ঞান ছিলে,
ভালোই হয়েছে আমার মৃত্যু
দেখতে হোলো না খোলা চক্ষে ।
ক্ষমা কোরো মাগো , ফিরে চললাম
অচেনা অন্ধকারপুরীতে ,
আমি তো মাগো বাঁচতে চেয়েছিলাম
চাইনি তোমাকে ছাড়িতে ।
জানি না মাগো, কোন অপরাধে
আমাকে মরতে হোলো ,
আমি এক কন্যাভ্রুণ
তাই , তাই বুঝি প্রাণ গেলো ।
মাগো, তুমি কষ্ট পেয়ো না
ভগবানকে বোলো ,
তোমার গর্ভে যেন ছেলে হয়ে ফিরি
ছেলে জন্মটাই শুধু ভালো ।
কন্যা শুধু ঘরের লক্ষী
গর্ভের কন্যা নয় ,
তাই মায়ের জাতের অপমৃত্যু
কন্যাভ্রুণের হত্যা হয় ।