STORYMIRROR

Paula Bhowmik

Romance Inspirational Thriller

3  

Paula Bhowmik

Romance Inspirational Thriller

কন্টিকারী

কন্টিকারী

1 min
150

বেগুনী রঙের ফুলে হলুদের ছিটে যেন মন ভোলায়,

হলুদ, সবুজ ফলগুলো তার যেন লোভ দেখাতে চায়,

ফুল দেখে গাছের কাটার কথা আন্দাজ করা যায় !

এমন গাছের থেকে সাবধানে দূরে থাকাই ভালো,

কানে কন্টিকারীর ফুলের দুল নাই বা পরা হলো !


সুন্দর মুখের সেই ছেলেটা সেদিন সন্ধ্যেবেলায়,

বিষ তেতো মুখ করে পায়চারি করে রাস্তায়।

মনে মনে ভাবে কি ভুল যে আমি করে ফেলেছি হায়,

শুধু ভুল নয়, হয়ে গেছে এ যে এক চরম অন্যায় !

হৃদয়ে রক্ত ঝরে অবিরাম যেন কন্টিকারীর কাঁটায়,

তোকে ছাড়া আমি বাঁচব না, ফিরে আয়, ফিরে আয়।

এমন সময় হাতে পূজোর থালা নিয়ে ওকে দেখা যায়,

সাথে মেয়ের দিদি যেন আছে ওর বোনের পাহারায়।

কি করে আড়ালে ঐ বোনের সাথে কথা বলা যায় !


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance