কলঙ্কিতা
কলঙ্কিতা


অন্ধকার রাত যতই কাটুক,
তবুও নতুন দিনের ভোরে,
ফিরিস না তুই ঘরে।
তুই যে কলঙ্কিতা।
কত লোলুপ দৃষ্টি পড়েছে,তোর অভিশপ্ত ওই শরীরে।
কত কামুক হাত রাতের আঁধারে,
ছিন্নভিন্ন করেছে তোর মন।
তুই যদি ফিরিস ঘরে,
চিনে নেবে তোকে পাড়াপড়শী হয়ত বা কোন আপনজন।
তোর তো তবু একটা হিল্লে হল,
পেয়ে যাবি কোন অন্ধগলিতেদুমুঠো ভাত, একটা ঘরের কোণ।
"color: rgb(34, 34, 34);">এখনো যে ঘরে বসে আছে,
একটা বেকার ভাই আর দুটো বোন।
তোর যা যাবার ছিল, সবই তো গেছে,
নেই কিছু হারাবার।
ফিরে এসে করিস না,
ওদের জীবন ছারখার।
আজকে থেকে ভাববো না আর,
আমারা তোর কথা।
স্মৃতিগুলো তোর জ্বালিয়ে দিলাম,জ্বালিয়ে তোর চিতা।
ফিরিস না তুই ফিরিস না আর,
সারা শরীরে তোর কলঙ্কের দাগ,
তুই যে আজ শুধুই কলঙ্কিতা।