STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

কলির কৃষ্ণ

কলির কৃষ্ণ

1 min
163


কলির কৃষ্ণ বুঝতে চায় না ভালোবাসা কারে কয়,

প্রেমের নামে জ্বালিয়ে রাধায় অমোঘ তৃপ্তি পায়।

হাসি নেই মুখে, সন্দিগ্ধ চোখে, দোষ খোঁজে রাধারাণীর,

পান থেকে চুন খসে পড়লেই উজাড় অকথ্য বাণীর।

এই কেষ্ট মূল্য দেয় না রাই এর চোখের জলে,

পবিত্রতার সমাধি ঘটে মলিন ছাদনা তলে।

শোভন আচার বিলীন হয়েছে, বাজে না শ্যামের বাঁশি,

প্রশাসনের তন্ত্রে নেচে হাতে শোভা পায় অসি।

মানবতাবোধ এই কৃষ্ণের হৃদয়ে দেয় না দোলা,

কদমতলায় অশ্রু ছড়ায়ে অনুতাপে পোড়ে বালা।

হোলির দিনেতে রঙের বদলে কাদা ছোঁড়ে কালো সোনা,

বিনোদিনীর আহত শরীরে ফুটে ওঠে বঞ্চনা।

যদু বংশের উচ্ছ্বাস ধারায় আতঙ্কে গোপীনারী,

রাখাল রাজার প্রতাপের বলে, মন হয়ে গেছে ভারী।

ফিরে এস তুমি দ্বাপরের শ্যাম, কলিতে দ্বাপর গড়ো;

নব চেতনার রঙিন হোলিতে সমাজ স্বচ্ছ করো। 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational