কিস-ডে
কিস-ডে


সকালে পার্কে মর্নিং-ওয়াক করতে গিয়েই মেজাজ সপ্তমে
তারপর সারাদিন নানা জায়গায়
:
লাঞ্চ আওয়ারে উষ্মা প্রকাশ করতেই
অফিসের রায় ব্যাখ্যা দিল কিস-ডে-র
:
চুপচাপ ফেসবুকে ঘোরাঘুরি করে নেওয়া একপ্রস্ত
:
আর কিছুদিন পর রিটায়ারমেন্ট
চুলেও রং লাগে নিয়মিত
অভিজ্ঞতা তো কম নয়
তাই বলে চুমু খাওয়ার দিন
হজম হয় না ঠিক
:
বাড়ি ফিরে পাজামা পরে জমিয়ে বসে--
গিন্নিকে চায়ের হুকুম অভ্যাস মত
:
আচমকা চকচকে টাকে চকাস...
:
ভ্যাবলা একেবারে...
:
গিন্নি লাজুক হেসে বলে - - "হ্যাপি কিস ডে"