STORYMIRROR

Manik Goswami

Abstract Others

3  

Manik Goswami

Abstract Others

খরায়

খরায়

1 min
187


শুকিয়েছে জলাশয়,ফেটে গেছে মাটি

গ্রীষ্মের দাবদাহের কার্য্য পরিপাটি |

মানুষ চাতক যেন বারি প্রার্থনায়,

ভারাক্রান্ত ক্রন্দনে,খাদ্যের ভাবনায় |

ফুটিফাটা শুষ্ক মাঠে ফলে না ফসল,

প্রকৃতি দিয়েছে শাস্তি, সবই বিফল |

ঘরে ঘরে হাহাকার ওঠে অবিরত,

অনাহারী মানুষ খরায় অর্ধমৃত |

বেদনার্ত শুষ্ক মুখ যাচে ফোঁটা জল, 

একমুঠো অন্নকণা, প্রাকৃতিক ফল |

কিন্তু হায় ! রসিকতা দেবতা মানুষে,

প্রকৃতি ফুলিছে যেন গভীর আক্রোষে |

আর্তনাদ, হাহাকার দূর হতে দূরে -

হারিয়ে যায় শুষ্কাকাশে, খর রোদ্দুরে |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract