STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Classics Fantasy

4  

Nityananda Banerjee

Abstract Classics Fantasy

খোশখেয়াল

খোশখেয়াল

1 min
257

খোশখেয়াল


ইচ্ছেগুলো দমিয়ে রাখি উড়িয়ে দেব বলে,

হাজার নতুন ইচ্ছেপাখি পাখনা দেয় মেলে ।

যখন ভাবি চাঁদে যাব অমাবস্যার রাতে ,

ইচ্ছে আমার সখ্য গড়ে ডুমুরফুলের সাথে ।

ভাবি যখন যাই চলে যাই সাগর তলদেশে,

নীল তিমিরা হাতছানি দেয় বিশ্রী হাসি হেসে ।

আবার যখন ইচ্ছে করে চড়ি পাহাড় চূড়ায়,

মনটা তবে জীবন ভেবে শুধু হাততালি কুড়ায় ।

যখন ভাবি নদীর জলে হাঁটব ধীরে ধীরে,

ভাবনা তখন জাবনা চিবোয় চায় নাকো ফিরে ।

আজ বহুদিন হয়নি যাওয়া তোমার হৃদয় মাঝে,

শুনি না আর নূপুর কাঁকন ঝনক ঝনক বাজে ।

একদিন ঠিক যাব আমি চাঁদ তারাদের দেশে,

হয়তো সেদিন করবে বরণ আমায় ভালবেসে ।

তখন জেনো আর দেব না তোমায় ধরা ছোঁয়া,

দেখবে তারা, চাঁদ ও আকাশ রান্নাঘরের ধোঁয়া ।

খামখেয়ালী এ মন আমার খোশ মেজাজে থাকে,

ইচ্ছে করেই তোমার নামের আদুরে ডাক ডাকে ।

কল্পনা নয়; ভাবনা আমার, কথার কথাও নয়,

ইচ্ছে করেই করেছি তোর সাথেই পরিচয় ।

চাঁদ ,সূর্য্য ,গগন ,তারা এই ধরণীর পরে,

থাকবে ততদিন আমি রইব খেয়াল ঘোরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract