খোলস
খোলস


যতক্ষণ
আমার 'ভালবাসা, ভাল বাসা' তোমাতে
ততক্ষণই যদি
তোমার 'ভালবাসা, ভাল বাসা' আমাতে
দিনে-রাতে,
তাহলে সম্পর্কে খোলসটা পড়ে ছিল,ভালবাসা ছিল না তাতে ।।
যতক্ষণ
আমার 'ভালবাসা, ভাল বাসা' তোমাতে
ততক্ষণই যদি
তোমার 'ভালবাসা, ভাল বাসা' আমাতে
দিনে-রাতে,
তাহলে সম্পর্কে খোলসটা পড়ে ছিল,ভালবাসা ছিল না তাতে ।।