STORYMIRROR

Runa Bandyopadhyay

Drama

3  

Runa Bandyopadhyay

Drama

খেয়ালি লিডার

খেয়ালি লিডার

1 min
1.3K


গুলমার্গে খেয়ালি লিডার

উচ্ছপ্লতায় পাথর আছড়ায়

চুপ করে যাওয়া রূপকথারা

কাঁপায় তাকে বারংবার

অথচ তোর হাতে তিরধনুকের নিয়ম


ঘনসবুজের ফাঁকে ফাঁকে তুই

আকাশ দেখিস চুরি করে

আকাশ দেখার সেই ইচ্ছেটা

বুকের মধ্যে গড়াচ্ছে

অথচ তোর ওপর শরসন্ধানের নির্দেশ


মাথার ওপর আষাঢ়ে মেঘ

যক্ষপুরীর স্বপ্নঘোর

প্রিয়াবিচ্ছেদে উথালপাথাল

মনবেহালায় বেতালা ছড়

অথচ তোর ওপর দেশ রক্ষার হুকুম


নিয়ম নির্দেশ হুকুম মানতে মানতে

চলতে চলতে থামতে থামতে

কিছু কি হারিয়ে গেল?


Rate this content
Log in

Similar bengali poem from Drama