Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

Subrata Nandi

Classics

2  

Subrata Nandi

Classics

খেলা

খেলা

1 min
538


খেলার মাঠের হাতছানি চিরকালীন,

অনতিক্রম্য আকর্ষণ অরুণোদয়ের প্রাতেই,

খেলার শুরু আবহমান কাল থেকে,

মাঠের বাইরে অথবা ভিতরে,

প্রবল পরাক্রমশালীও প্রতিপক্ষের হিসেব নিকেশে ব্যস্ত,

খেলার প্রকারভেদে নিজেকে মানিয়ে নেওয়া,

অযাচিত হস্তক্ষেপে বেসামাল পরিবেশ,

ধ্বংসের খেলায় ধ্বংসকারীর নৃশংসতার নগ্নরূপ দর্শন,

ফিনিক্স পাখির মতো পুড়ছে অন্তর্বর্তীকালীন অধ্যায়,

রঙের খেলায় উন্মাদ জনগণ,

আকাঙ্ক্ষা আর অভিলিপ্সায় সম্পৃক্ত 

অনাদায়ী ঋণের সংসার;

সবুজ মাঠে রক্তিম স্বাক্ষরের ক্যানভাস,

আরেকটিবার ভেবে দেখ, খেলার মাঠ পরিবর্তন করবে কি না?


Rate this content
Log in

Similar bengali poem from Classics