খারাপ স্বপ্ন
খারাপ স্বপ্ন


স্বপ্নবিলাসী মন, আঁধারিতেও আঁকড়ে ধরে আলোকদর্শন,
গতানুগতিক ধারার বাইরে একটু স্বস্তির নিঃশ্বাস;
সারাদিনের ক্লান্তিকর কাজের ফাঁকে সুখের রাজত্বে বিচরণ,
স্বপ্নের ডিঙিতে উজানে ভাসিয়ে দেওয়ার নিরন্তর প্রয়াস।
বেশ তো ছিলাম এই ছন্দময় স্বপ্নিল জীবনসঙ্গীর বন্ধনে,
প্রেমের মুহূর্তে ঐশ্বরিক মনোবাঞ্ছা তো স্বপ্নের অনুশাসন;
অকৃত্রিম ভালোবাসার ছোঁয়ায় খুঁজে পেয়েছি প্রিয়তমাকে,
জীবনের দর্পণে স্বপ্নের পরিমন্ডলে ভালোবাসাকে বরণ।
স্রষ্টার সৃষ্টিতে কালবৈশাখী ঝড়ের ঘনঘটার উন্মেষ,
হঠাৎই ছন্দপতন, একটা কুৎসিত স্বপ্নের ঝটিকা সফরে -
তাসের ঘরের মতো ভেঙে পড়ে সংগোপনের আবেশ,
ভোরের আলোয় ফর্সা যাবতীয় স্বপন প্রশ্রয়ের পাদদেশে।