কেন এলে তুমি?
কেন এলে তুমি?
ভালো তো ছিলেম বেশ ছিলেম চুপটি করে একা-
কেন ঝড়ের মতোন এসে দিয়ে গেলে দেখা?
আজ আনমনা মন যে আমার, নিজের মাঝেই নেই-
আগের মতো আমি আর মন খুলে হাসতে পারি কই?
সকল দোষের ভাগী আমি আজ,সবচেয়ে মন্দ আমি-
কিন্তু আমি যে দোষ করিনি কোনো, জানে কেবল অন্তর্যামী।
অকারণে ভুল বুঝে গেলে, দোষী করে গেলে দিবারাত্র,
আমি তো কিছুই চাইনি কারো কাছে কিছু,নিজের মতো বাঁচতে চেয়েছিলেম মাত্র।
তবুও বুঝলে না সেটা, জড়ালে অন্যের সাথে আমার নাম-
অকারণে ভুল বুঝে মোরে করে গেলে সদা অপমান।
আজও তোমার ঠোঁটের কোনে অবিশ্বাসের হাসি উঠে ফুটে,
তুমি আজও পারোনি বুঝতে, এতে আবার কষ্টে বুক ফাঁটে।
বল তুমি এর নামই ভালোবাসা,তাই এতো অধিকারবোধ,
তাই করে ফেলো বারবার এই ভুল, উঠে জেগে সন্দেহবোধ।
আমি আগের মতো আজও বলি, আমি যে ঠকাতে জানিনা কভু -
আজও তুমি বুঝলে না আমায়, দোষ দেওয়া ছাড়লে না তবু।।

