STORYMIRROR

prodip dey

Romance

3  

prodip dey

Romance

কবিতা # শুধু তুমি

কবিতা # শুধু তুমি

2 mins
264


শুধু তুমি - শুধু তুমি - ওগো প্রিয়তমা শুধু তুমি,

মোর জীবনের ফুল বাগানের ফুলের সুবাস তুমি,

যার গন্ধে মুগ্ধ হলেম, পাগল হলাম আমি।

বৈশাখীর কালো মেঘ যেন তোমার মাথার চুল,

তোমার কানের গয়না যেন সব, আমার মনের রঙ বেরঙের ফুল।

টাপুর টুপুর বৃষ্টি ভেজা বর্ষার বিকেলখানি,

আমার কানে ভেসে আসে তার মধুর প্রেমের বাণী।

জানালার এক কোনায় বসে কেটে যায় মোর দিন,

কত কথা স্মৃতি মনে পড়ে যায় কত সুরে বাজে বিণ।

শরতের কাশফুলে সাঁজা তোমার নতুন রুপ,

নয়ন ভরে দেখি তোমায় শুধু হয়ে যায় আমি চুপ।

ঠোট দুটি তার পলাশের রঙ রজনীর মালা গলে,

হাতের চুরি পড়েছ তুমি শিউলির মালা ঢেলে।

পাখিরা গাহিছে ডালে ডালে আজ নতুন সুরের গান,

নব সজ্জিত প্রকৃতি আজ যেন পেয়েছে নতুন প্রাণ।

তোমার জন্মে সাজলো নতুন, শুন‍্য আমার ভুমি,

যার পরশে ফিরিল জীবনখানি সেই প্রিয়তমা হলে তুমি - শুধু তুমি।

বসে আছি একা নির্জনে হেথা বিরহের জ্বালা বুকে,

ফিরে আসো তুমি মোর জীবনে ভরে যাক গৃহ সুখে।

আমার মনের আধার গৃহে দাও সুখের আলো ভরে,

ওগো প্রিয়তমা শুধু তুমি - শুধু তুমি ফিরে আসো মোর ঘরে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance