কবিতা নাকি ভালোই লিখি
কবিতা নাকি ভালোই লিখি
কবিতা নাকি ভালোই লিখি, সবাই আমায় বলে,
দেখা যাক এই ভালোদিন আমার কপালে কতদিন চলে।
সত্যি জানি না কেমন লিখি ভালো না মন্দ,
শব্দ গুলো এদিক ওদিক করে শুধু মিলিয়ে যাই ছন্দ।
শুনেছি নাকি কবিতা লেখা বড্ডো কঠিন কাজ,
তার জন্যে নাকি দরকার লাগে শব্দের নানান রকম সাজ।
অত-সত বুঝিনা, সত্যি বলছি অত-সত বুঝিনা, এত ভাবলে হয়তো আর কবিতা লেখাই হবে না।
কবিতা যেমনি লিখি আমি,
প্রশংসা পাই দামী দামী।
কেউ বলে স্বভাব কবি, আবার কেউ বলে ভাবনা নাকি সত্যি খুব ভালো,
হয়তো সারাদিন তোমার চিন্তাই আমায় আজ এই পথে আনালো।
সত্যি বলতে কি, সামনে যখনই থাকে তোমার ছবিটা,
ভাবতে হয় না, আপনা আপনি বেরিয়ে আসে এইসব কবিতা।