কবিদের প্রেম
কবিদের প্রেম


ওরা বোধহয় শুধুই খাতায় কলমে
প্রেমটাকে নিকিয়ে রাখতে চায় ।
যখন তখন পাখিটা এ'বন সে'বন ঘুরে
ফের মনের অন্দরে আসে ফিরে ,
লিখনীর গায়ে নরম বাঁচার আগুন দিয়ে,
ওরা যে বাস্তব থেকে থাকে দূর ।
অনায়াস শরতে তুলোর বিলাপ থেকে
বসন্তে পলাশের বিছানায় মরতে ভালোবাসে ;
তবু একবারও চায় না একটা মেঘ
শুধুই ঘুরবে তার আকাশময় ,
তবুও চায় না একটা পলাশে তার
যৌবনগান লেখা হয়ে থাক ।
কবিরা বড়ই স্বার্থপর , এযাবৎ বুঝেছি যা,
তারা কবিতার স্বার্থে আঁচে সেঁকে হৃদয়,
তাদের প্রেম ছত্র ভেঙ্গে ছত্র জোড়ার কাজে ,
অন্তস্থল ছুঁয়ে অনুভূতির ঠিক ভাঁজে ভাঁজে
ওরা লুকিয়ে রাখে নিতান্ত নাবালক প্রেমগুলো ।
হাওয়ায় প্রেমরেণু উড়ে এলেও ওরা
শান্ত হয়ে ভবিষ্যতের শিলালিপিতে
উষ্ম জীবাশ্ম করে বাঁচিয়ে রাখে ।
কবিদের প্রেম তাই শুদ্ধ কবিতায়
নির্নিমেষ চিরকালীন রূপে থাকে বেঁচে ।