STORYMIRROR

Sulata Das

Inspirational

4.0  

Sulata Das

Inspirational

কবি প্রণাম

কবি প্রণাম

1 min
94


কবিগুরু কতো যে গল্প - কবিতা রচিয়াছো 

    তুমি সারা জীবন ধরে!!

একাংশ ও তার যে হয়নি পড়া একটু সময় করে।

কবি তুমি আছ গল্পে- কবিতায়-নাটকে উপন্যাসে,

এখনো তোমাতে মেতে আছে সবাই দেশে ও বিদেশে ।

আছো তুমি শান্তিনিকেতনে,রবীন্দ্রতীর্থে,

    কিংবা রবীন্দ্রভারতী তে,

আছো তুমি নৃত্যে- গীতে -বাঙালীর অন্তরেতে।

এখনো কোন জলসা মানে কবি তোমার গান,

গীতিনাট্য - কবিতা সবই যে তোমারই পরম দান।

আছো তুমি বাঙালীর মননে, চিন্তায় বা রুজি- রোজগারে,

তোমায় ছাড়া বাঙালী কিছুই ভাবিতে নাহি পারে।

এতো মহান সৃষ্টি তোমার, বিশ্বকবি তুমি,

     আজি তোমার প্রয়ান দিবসে তাই 

তোমারে শত প্রণাম করি। 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational