কবি প্রণাম
কবি প্রণাম
কবিগুরু কতো যে গল্প - কবিতা রচিয়াছো
তুমি সারা জীবন ধরে!!
একাংশ ও তার যে হয়নি পড়া একটু সময় করে।
কবি তুমি আছ গল্পে- কবিতায়-নাটকে উপন্যাসে,
এখনো তোমাতে মেতে আছে সবাই দেশে ও বিদেশে ।
আছো তুমি শান্তিনিকেতনে,রবীন্দ্রতীর্থে,
কিংবা রবীন্দ্রভারতী তে,
আছো তুমি নৃত্যে- গীতে -বাঙালীর অন্তরেতে।
এখনো কোন জলসা মানে কবি তোমার গান,
গীতিনাট্য - কবিতা সবই যে তোমারই পরম দান।
আছো তুমি বাঙালীর মননে, চিন্তায় বা রুজি- রোজগারে,
তোমায় ছাড়া বাঙালী কিছুই ভাবিতে নাহি পারে।
এতো মহান সৃষ্টি তোমার, বিশ্বকবি তুমি,
আজি তোমার প্রয়ান দিবসে তাই
তোমারে শত প্রণাম করি।