STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Fantasy

3  

Sekhar Bandyopadhyay

Fantasy

কৈশোরের কল্পনা

কৈশোরের কল্পনা

1 min
423

মেঘের ভেলায় চড়ে আমি যাব নিরুদ্দেশে,

যেথায় গেলে পাবে না খোঁজ কেউ আমার দেশে।


যেথায় গেলে রইবে না আর স্কুলে যাবার তাড়া,

যেথায় গেলে ভরবে না মোর অবসরের ঘড়া।


সেথায় আমার সঙ্গী হবে পক্ষীরাজ ঘোড়া,

যাতে চড়ে ঘুরব আমি বিশ্বভুবন জোড়া।


পক্ষীরাজের গতি হবে বিমানের চেয়ে বেশী,

তাইতো তাকে টপকে যাব আকাশে যতখুশি।


মেঘের ভেলায় ভেসে করব নদী সাগর পার,

যেথায় যখন লাগবে ভাল যাব বারংবার।


কখনও আমি ঘুরতে যাব পিরামিডের দেশে,

সেথায় আমায় চমকে দেবে তুতেনখামেন এসে।


কখনও আবার মনে হয় দেখি নতুন কিছু,

তক্ষুণি যাই দেখতে আমি পেরুর মাচুপিচু।


আইফেল টাওয়ার, চীনের প্রাচীর সবকিছু ঘুরে,

ঘরের টানে আবার ফিরি পক্ষীরাজে চড়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy