STORYMIRROR

Sucharita Das

Abstract Others

3  

Sucharita Das

Abstract Others

কাশফুল

কাশফুল

1 min
641

আজকাল আর রেল লাইনের 

পাশের কাশের বন,

সেভাবে মনকে টানে না।

কে জানে হয়তো সময়ের ফেরে 

আমিও ফেরারী।

অথচ আগে শরতের আগমনের বার্তা নিয়ে আসতো এই কাশফুল।

সাদা পেঁজা তুলোর মত ফুলগুলো যেন

সগর্বে জানান দিতো ,

শরত এসে গেছে আগমনীর বার্তা নিয়ে।

মায়ের আগমনের প্রতীক্ষায় ,

দিন গোনা শুরু হয়ে যেত।

কাশফুল আজও ফোটে,

হয়তো বা জানাতে চায় শরতের আগমন।

কিন্তু সেটা অনুভব করার মতো মন

আজ আর নেই।

ক্লান্ত, বিধ্বস্ত, পরাজিত একটা মন নিয়ে 

কাকে আহ্বান করবো আজ?

যেদিন সব ক্লান্তি মুছে গিয়ে

নতুনভাবে বেঁচে থাকার রশদ খুঁজে নেব,

সেদিন আবার প্রতীক্ষায় থাকবো,

রেল লাইনের পাশের 

সাদা পেঁজা তুলোর মত কাশফুলের জন্য,

একটা নির্মল শরতের আকাশের জন্য,

আর মায়ের আগমনীর বার্তার জন্য।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract