STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

3  

Nityananda Banerjee

Romance Classics

কার তরে

কার তরে

1 min
121

চমকে দমকে মম অন্তরে দামিনী,

আঁখি পাতে ধরা দাও কে তুমি কামিনী । 

মৃদু সমীরণে দোলে চঞ্চলা এলোকেশ,

তোমারই আশায় রহে শঙ্কর অপরেশ ।

গহন গহীন বনে ভ্রম কেন আনমনে 

অকারণে উন্মনা হ'তে আমি নামিনি।

বারেবারে আঁখি ধারে কেন আসো কামিনী ।

বসিয়া রয়েছি ঘাটে নিরজনে একাকী,

প্রতীক্ষায় কাটিয় কাল বসন্তের সখা কি !

নব প্রভাতের লাগি' নিশীথে রয়েছি জাগি'

অন্তরে বর মাগি পাব তব দেখা কি !

কল্লোলে হিয়া দোলে শিহরণে যামিনী ।

পরিচয় দেহ মোরে কে তুমি কামিনী।

নাহি শেষ অপেক্ষার কার তরে বিজনে,

পরকীয়া কর সাথে নিরজনে কূজনে ।

গ্রহ তারকা মিলে তারা দেখে দুজনে,

ভাবিও না এত নীচে কোনদিনও নামিনি

কে তুমি হাসালে মোরে স্বপনের ভামিনী।

কে তুমি কামিনী ?



Rate this content
Log in

Similar bengali poem from Romance