STORYMIRROR

Sharmistha Mukherjee

Inspirational

3  

Sharmistha Mukherjee

Inspirational

কাপুরুষ দেখতে পাই

কাপুরুষ দেখতে পাই

1 min
222


আমার চারিপাশে লাখে লাখে 

রক্ত - মাংসের মানুষের ঢল , 

তবুও কেনো যেন আমি মানুষ দেখতে পাইনা

দেখি শুধু কারো মনে হিংসা , 

কারো শরীরে পশুর বাস , 

কারো চোখে ছল । 

মান - হুঁশওয়ালা মানুষ অনেক আছে

কিন্তু মানুষের মতো মানুষ নেই , 

আমি দেখি হিংস্র হায়নার মতো

দাঁত - নখ বের করা

রক্তলোলুপ নির্লজ্জ - নির্বোধ পুরুষ । 

নাঃ নাঃ, ভুল বললাম

পুরুষালি চেহারার অন্তরালে

সত্যি পুরুষ কই ? 

পুরুষের খোলসের আড়ালে

পৈশাচিকতার চাষ , 

যতোসব নরকের কীট

শয়তানের ক্রীতদাস । 

যারা অন্ধকারে মেতে ওঠে উল্লাসে

সুযোগ পেলেই মেতে ওঠে পৈশাচিকতায় , 

সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা

নারী শরীর খেকো কাপুরুষ হায়নার দল । 

নখের আঁচড়ে ফালাফালা করে 

মায়ের জাতের সম্মান , 

দাঁত দিয়ে খুবলে খুবলে খায়

বোনের জাতের রাখী আর ভাঁইফোটার মান । 

রক্তলোলুপ জিভ দিয়ে পান করে

স্ত্রী জাতের আত্মমর্যাদার শোণিত , 

হরষে মেতে ওঠে দেশমাতৃকার

বসন খুলে নগ্ন রূপ দেখতে , 

আমাদের এই অভাগা স্বাধীন দেশ

কাপুরুষতায় উন্নীত । 


আমাদের চারিপাশে লাখো - কোটি মানুষ

তবুও কেনো জানি না

আমি মানুষ দেখতে পাই না , 

শুধুই কতোগুলো হায়নারূপী নরখাদক

কাপুরুষ দেখতে পাই । 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational