কাম্য
কাম্য
কাম্য
নিখিল মিত্র ঠাকুর
১৭/৯/২৪
লক্ষী এলো ঘরে নানা উপাচারে
ঘন্টা ধ্বনী বাজে
রক্ত মাংসের লক্ষী বুজে দুটি আঁখি
ব্যস্ত হলো কাজে।
মাটির লক্ষীর বেলা ভোগে খরচ মেলা
আদর সীমাহীন
ঘরের লক্ষীর বেলা শুধুই অবহেলা
দুঃখ অন্তহীন।
ঘরের লক্ষী এখন জানে নিজের ওজন
চাইছে সবেই সাম্য
অসাম্য মুছে দাও সঠিক সিদ্ধান্ত নাও
সেটাই সবার কাম্য।
