কালের অপেক্ষা
কালের অপেক্ষা


পড়ছো লেখা , কাঁদছো নাকি ? এ বাবা ! কি জন্যে !
তোমার জন্য ই লিখছি লেখা উঠে পরে , হয়ে হন্যে,
ভাবছো এসব নকল কথা , মুখে শুধু করে বচন!
তবে বলো সাধ্য কিতা ! পাল্টাবো কিভাবে তোমার সময়ক্ষণ!
সময় শুধু তুমিই পারো উল্টে - পাল্টে রেখে দিতে,
আজকের ক্ষণ কাল যাবে চলে , ভালো - মন্দর কদর নিতে নিতে,
তোমার দুঃখ তুমিই রেখেছ , বাকিরা সব সুখ ঝিলে
বাকিরা থাকে সিংহাসনে , তুমিই পড়েছ খাল - বিলে?
কিছু পাবার , কিছু হারাবার দুঃখ যদি থেকে থাকে ,
তবে কি শুনেছ কোথাও " পাকেও পদ্ম ফুটে থাকে "?
মানুষের সেবা , মানুষের হিতে রেখে গেছে মানুষ ছাপ,
সর্বনাশ তো পশুও করেছে ? মানুষ করলে বলেছে পাপ?!
অন্যায় যদি হয়ে থাকে, বিচারে হোক সবার ন্যায়,
শিক্ষায় সুমতি হোক সবার , হোক ই না অর্থ ব্যায়,
আকাঙ্খা র জলে ডুবে গেছো আজ , কাল আবার তরী ভাসবে ,
আজকের সন্ধে তে ডুবে গেছে যারা, কালকের সূর্যতে আবার হাসবে,
দুঃখ এর মাঝে হাসি রেখে ভেসে চলেছো জীবন স্রোতে ?
ভেবে দেখেছো সবে মিলে ই আছি আমরা এ পুরো জগতে ?!