কাজলা দিদি
কাজলা দিদি
শলোক বলা কাজলা দিদি কোন গেরামে থাকে !
আর শুনি না কোনদিনও ভাইটি বলে ডাকে।
পুকুর পাড়ে লেবুর তলে,
গন্ধ যখন কথা বলে,
তখনও তো কাজলা দিদি চুপটি করেই থাকে ।
নাক কান দুই কাটা গেলে আর কি দিদি হাঁকে !
সেদিন হতে মা গো তোমায় দেখছি আনমনা,
কিছু বললেই কান্না ধর ; তাই আর ডাকব না ।
দুপুর বেলায় খাবার পাতে,
জেগে থাকা আঁধার রাতে,
দিন বদলের পালা হাতে একলা বসে রই ,
কাজলা দিদি আঁজলা পেতে কুল আনবে ওই।
মা গো আমি জানি দিদি কোথায় গেছে চলে ,
সেই যে গেছে তারার দেশে; ভাই আসছি বলে ।
জলের মত কাটছে গো দিন,
পুকুর পাড়ে লেবুর সতীন,
তেঁতুল গাছের স্বপ্ন যত বিলীন হয়ে গেলে,
আসবে নাকি কাজলা দিদি আমার দেখা পেলে !
ভালোই হ'ত আমি যদি যেতাম দিদির সাথে,
আমসত্ত্ব লেবুর আচার লুকিয়ে আনত হাতে,
ভাই বোন দুই জনে মিলে,
টকঝাল নুন মিষ্টি গিলে,
নিতাম খেয়ে দিতাম বলে ফেলতে তারে কাতে,
মাগো দেখ আসবে দিদি ঠিক সন্ধ্যারাতে ।
