জয় ভারতের জয়
জয় ভারতের জয়
জয় ভারতের জয়
মানিক চন্দ্র গোস্বামী
জয় ভারতের জয়, জয় ভারতের জয়।
বিদ্রোহ বলে সরিয়েছি মোরা মনের শঙ্কা, ভয়।
নবীন প্রাণে বিশ্বাস এনে আমরা করেছি জয়।
জয় ভারতের জয়, জয় ভারতের জয়।
পরাধীনতার শৃঙ্খলে মোড়া মোদের মনের আশা,
ভবিষ্যতের ঠিকানা ছিল উদ্বেগ স্রোতে ভাসা।
ভাবনা এসে বারে বারে ফিরে মনেতে জাগাতো ভয়,
অনিশ্চয়তায় দূর করি মোরা কাটিয়েছি সংশয়।
জয় ভারতের জয়, জয় ভারতের জয়।
আজ আমরা স্বাধীন হয়েছি আঁধার কারা ভেঙে,
আলোর জোয়ারে পূবের আকাশ লাল হয়েছে রেঙে।
রঙিন স্বপ্ন দেশের মাটির, রঙিন চোখের ভাষা।
ভবিষ্যতের দিনগুলিতে সফল হবে আশা।
বিলাসিতায় ডুবে মোরা জীবন করিনা ক্ষয়,
সঠিক পথে এগিয়ে চলার বাসনা সত্যি হয়।
জয় ভারতের জয়, জয় ভারতের জয়।
বহুপথ পাড়ি দিয়ে, বাধা অক্লেশে সয়ে নিয়ে,
আমরা মেতেছি আনন্দে আজিকে মনের আঙিনায়।
সতর্ক আর সজাগ থেকে এগিয়েই যেতে চাই।
জয় ভারতের জয়, জয় ভারতের জয়।
