জলবায়ুর কৃষ্টি
জলবায়ুর কৃষ্টি
বাড়ছে যানবাহন বাড়ছে ধোঁয়া উদগিরণ,
বাড়ছে পাল্লা দিয়ে বায়ু দূষণ।
অপরিকল্পিত
শিল্পায়ন বাড়ে বর্জ্য নিষ্কাশন,
বাড়ছে পাল্লা দিয়ে জল মাটি দূষণ।
পুঞ্জীভূত দূষণ গড়ছে দূষণের পাহাড়,
ছিন্ন মাথায় ঘুরছে ঋতু পরিবর্তন,
কয়েকটার হলো তাই পৃথিবী থেকে বিতাড়ন,
চলছে দুই তিনটির মনোপলি আবর্তন,
এরই পরিণাম জলবায়ুর পরিবর্তন।
অস্বাভাবিক উত্তাপ উহু আহা বাপরে বাপ,
এ সি মেশিন কমায় তাপ বাড়ছে আরো চাপ।
অনিয়মিত বৃষ্টি জর্জরিত ফসল সৃষ্টি,
খরা আর বন্যা যেন জলবায়ুর কৃষ্টি।
