জিজ্ঞাসা
জিজ্ঞাসা


ভালোবাসো ?
অন্যের সাথে নগ্নতা উপভোগের পরেও...
কেনো?
চোখের জলের সিঁড়ি এতোই যদি প্রিয় ছিলো
আদরে আমাকে জড়িয়ে শহরের বৃষ্টি তে -
নিন্দা নামক রূপকে আমাকে কাঁদালে কেনো ?
আসলে হঠাৎ ই প্রেম এসেছিলো গ্রন্থাগারের কারাগারে !
ভালোবাসো ?
যদি অন্য নারীর সাহায্যে তোমার স্নান পূর্ণ হয়...
তবুও আমাকে দশমীর পরে মনে রাখবে ?
যদি আমার যৌবন তোমাকে যুবক না করে -
তবুও আমাকে স্পর্শ করে বলবে -
" তোমার প্রেমে হবো সবার কলঙ্ক ভাগী
আমি সকল দাগে হবো দাগী, কলঙ্ক ভাগী... "
তোমার ঠোঁটের দাগে হয়তো সাইক্লোন দেখবে শহরের টিলা গুলো
হয়তো হারিয়ে যাবে অজানা নদীর স্রোতে
এক বিঘা জমির আন্দোলনে
তবুও আমার শব্দের তৃষ্ণা মিটবে না তোমার সমুদ্র-ঘরে...
ধরো এই তুমিই অন্য কোথাও ব্যস্ত
এমনই এক নিঃসঙ্গ অন্ধকারে আমাকে জড়িয়ে ধরে বলবে -
" দিবস রজনী আমি যেন কার
আশায় আশায় থাকি... "
এখনও কোনো সিগারেটের গন্ধে তোমাকে মনে পরে !
হয়তো মানায় না আমাকে, তবুও ঠোঁটে তামাক মাখি !
নিন্দা করেছো আমাকে, কারণ -
সাফল্যের চরম শিখরে পৌঁছেও আমাকে খুঁজে পাওনি...
নিজের ঘরেই লাশ এর সিঁড়ি বানিয়েছো...