STORYMIRROR

Debabrata Mukhopadhyay

Classics

3  

Debabrata Mukhopadhyay

Classics

জীবনযাপন

জীবনযাপন

1 min
337

চশমার কাঁচে ধুলো 

ধুলোর মধ্যে হাঁপাচ্ছে গাছপালা

গাল তোবড়ানো বাসের মিছিল পথ জুড়ে

ধোঁওয়ায় ঢাকা সাত সকালের মুখ ।


পায়ে ঘড়ি বেঁধে ছুটছে লক্ষ মানুষ

পাখির মতন শহরে উড়ছে টাকা

টাকা ধরবার ফাঁদে ভরে গেছে আকাশ

যে যত ধরবে তার তত বেশি সুখ।


দরজার কাছে চার ভাঁজ করা কাগজ

বাঘ সিংহের ছবি দেখি রোজ তাতে

ধর্ষন খুন আর্তনাদের সাথে

চা বিস্কুট জি.কে ।


সব রাস্তায় পাঁচিল

সব দরজায় ভিড় ঠেলাঠেলি চিৎকার

যাদের নিজের ঢাকের চামড়া ফুটো

তারা হাল ছেড়ে কোনোমতে আছে টিঁকে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics