STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

জীবনের স্রোতে ফেরা

জীবনের স্রোতে ফেরা

1 min
201

অলৌকিক ভাবেই চমৎকার মিলে গিয়েছিলো দুজনের প্রায় সব কিছু !

আমাদের জীবন-বোধ, রুচি, পছন্দ, স্বপ্ন, বিশ্বাস

ছোটোখাটো ইচ্ছে, শখ-আহ্লাদ কিংবা গুরুতর জীবন দর্শন !

আড্ডা গল্প কথার মাঝে যখনই মিলিত হতো দুই জোড়া চোখ

তখনই কয়েক মুহূর্তের জন্য থমকে যেত দুজনের ভূলোক !

থমকে যেত সময় আর চঞ্চল হতো হৃদয়ের স্পন্দন;

সারা শরীর শিহরিত হতো এক স্বর্গীয় রোমাঞ্চকর অনুভবে ! 


আমরা জীবনের অংশীদার হতে চেয়েছিলাম একে অন্যের ;

চেয়েছিলাম হংস-মিথুন হয়ে ভেসে বেড়াতে জন্ম-জন্মান্তর;

ভালোবাসার হাজারো রঙে রাঙাতে চেয়েছিলাম প্রতিটি বিবর্ণ মুহূর্ত!

দুজনের মনের মিলিত রং আর তুলির আঁচড়ে 

সাদা ক্যানভাসে আঁকতে চেয়েছিলাম এক অনবদ্য সুখের স্বপ্ন!

যুগল প্রয়াসে আমাদের ভালোবাসার যৌথ বাগানে

ফোটাতে চেয়েছিলাম এক অনিন্দ্য সুন্দর গোলাপ !

ধূসর ডাইরির পাতায় লিখতে চেয়েছিলাম শুধুমাত্র 

একটি অমর প্রেমের কবিতা, এক স্বর্গীয় প্রেমের উপাখ্যান !

জীবনের অসংখ্য চাওয়ার মতো এই চাওয়া গুলিও হয়তো থেকে যেত অপূর্ণ; তবু না হয় 

সেই অপূর্ণতার বিষাদ ভুলে একই গ্রহে দুই প্রান্তে 

দুজন কাটিয়ে দিতে পারতাম এই একটা জীবন-

শুধু এক মুঠো সোনালী রোদ্দুরের আশায়! কিন্তু 

কি এক অজানা অভিমানে এক নিমেষে হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেললে

এতদিনের লালিত সম্পর্কের সুতো;

নিজেকে দাঁড় করালে প্রতিপক্ষ রূপে !

জীবনের টুকরো টুকরো গল্প, জমে থাকা বিন্দু বিন্দু ভালোবাসা,

মনের গহীনে লালিত স্বপ্ন, খুনসুটি, খেয়ালিপনা আর

অন্তর্গত আবেগ জড়িত মধুর স্মৃতি ভুলে কেন চলে গেলে ?

মধ্যেকার এই দূরত্ব ঘুচিয়ে ফিরে এসো আবার ভালোবাসায় ,

ফিরে এসো পুরাতন সম্পর্কের নতুন জীবনের মোহনায়.......


Rate this content
Log in

Similar bengali poem from Romance