জীবনের ওপারে
জীবনের ওপারে
Nov. 20 After life Team A
জীবনের ওপারে
মানিক চন্দ্র গোস্বামী
একটু শান্তি পেতে তো পারি
এই জীবনের পরে,
হৃদয়ের জ্বালা যাক না জুড়ায়ে
শান্ত সাগর তীরে।
মর্মভেদী কথার আগুনে
শুকিয়েছে চোখে জল,
পরপারের শীতল সমীরে
অবগাহনের ছল।
এ পার জীবনে বিরোধে মেতেছি,
রক্তেতে মাটি লাল,
হিংসা, দেশের উত্তেজনায়
পেরিয়েছি কতকাল।
প্রতিশ্রুতি, আশ্বাসবাণী
ফিকে হয়ে ঝরে যায়,
কালের প্রভাবে সবুজ পাতাও
হলুদ বরণ হয়।
পৃথিবীর এই বেদনা আধারে
বিহবল প্রতি পদে,
জীবনের পারে শান্তি ছোঁয়ায়
নির্মল হবে হৃদে।
ওপারে অজানা আনন্দলোকে
শান্তির পথ বেয়ে,
ভূতের ভুবন মহা আনন্দে
রয়েছে স্থিতিশীলতায় ছেয়ে।
এ পারের মতো কুট-কাচালি,
অশান্তি রবে না ভরে,
প্রশান্ত মন হতাশ হবে না
অন্তর পিঞ্জরে।
