জীবনের বিশ্লেষণ
জীবনের বিশ্লেষণ


জীবন জুড়েই রয়েছে ঘটনা,
দেখছি, শুনছি,
তবুও গ্রহণ করতে মানা।
পরপারের কড়ি হলো কি সঞ্চয়?
খুঁজতে গেলেই হতাশা
শুধুই সময়ের অবক্ষয়!!
তাই জীবনের অসমাপ্ত পথে
আর নয় কোনো ভুল,
এসো, কাব্যেই থাকি সমাজের পাশে
হয়তো এভাবেই ফুটবে
আগামী মনুষ্যত্বের ফুল।