STORYMIRROR

Santana Saha

Classics Inspirational

3  

Santana Saha

Classics Inspirational

জীবন সায়াহ্নে

জীবন সায়াহ্নে

1 min
1.2K


সূর্য অস্ত যাবারপরও আকাশ,

জড়য়ে রাখে গায় , তার কমলাভ আবরণ,

করে চলে তার স্মৃতির অনুরণণ।


চিলেকোঠায় ঝুলে থাকা

     হ‍্যারিকেনের গায়ে লাগা ঝুল,

নির্বাক থেকেও কত কথা বলে যায়,

সেকালের গৌরবময় স্মৃতিরা

          আজ চুপকথা হয়ে যায়।


নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকা,

ধনী মানবের বিশালকায়,জীর্ণ

                   সমাধিস্তম্ভ,

বুঝিয়ে দেয়,মিছে যত ফাঁপা দম্ভ।


ফুলদানি থেকে ঝড়ে পড়া,

গোলাপের ছিন্ন পাপড়ি আর

              শুকিয়ে যাওয়া ফুল,

বলে চলে খনিক রূপের গর্ব করাই ভুল।


জীবনসূর্য অস্তমিত যখন,

অপরাহ্ন সায়রে ঢালে তার স্তিমিত আলো,

মন বোঝে শুধু , দর্পবিহীন হলেই হত ভালো....


Rate this content
Log in

Similar bengali poem from Classics