জীবন নদীর খেয়া
জীবন নদীর খেয়া


আগামীর বাণী শোনায় বর্ষার নদী কুলুকুলু রবে,
অতি বেগবান তাই
বুঝিতে পারি নাই
লিপ্ত পদে ব্যাঙ ছুটিতে চাহে স্রোতের প্রতিকূলে
ঘুরিয়া ঘুরিয়া ফেরে
বুঝিতে পারে নাই, তাই বারবার চেষ্টা করে
পা হীন সাপ ছোটে পিছে খাবার তরে কেলবেলে;
গিলতে নাহি পারে
স্রোতে রক্তের ছাপ পড়ে
রক্তের ছোপ লাগে স্রোতে উত্তাল প্রতিটি বালুকণায়
নদী বয়ে চলে ভ্রূক্ষেপ হীন আপন বেগে মোহনায়।
তীরে দাঁড়িয়ে আছি আমি নদী পের হবো বলে
অজ্ঞতা আছে, জ্ঞান নাই
ভয় আছে, ভরসা নাই
সামর্থ্য আছে, অভীপ্সা নাই
তাই দাঁড়িয়ে আছি ঠাঁই
জীবন নদীর তীরে, আর কতোকাল রব দাঁড়িয়ে?
জানি না আমি তাই
ঈশ্বরে ডাকিয়া যাই
হে ঈশ্বর! পথ দেখাও, পের করো মোরে নদী খেয়া নিয়ে;
আগামীর বাণী বুঝিতে পারি নাই
চুপ করে আছি তাই
ঘাটে যে খেয়া নাই
অভাগা যেদিকে যায় সব পথ রুদ্ধ হয়ে যায়।