জীবন একবারের জন্য!
জীবন একবারের জন্য!
প্রান পাখি যেদিন হবে খাঁচা ছাড়া,
হাজার চেষ্টা করলেও তাকে যে___
আর যাবেনা ধরা।
জীবন একবারের জন্য!
তাই প্রতিটা দিনের প্রতিটা মুহুর্ত___
বেঁচে থাকার আনন্দের স্বাদ অনন্য,
রাগ, দুঃখ, হিংসা, মান, অপমান____
ভুলে ভালোবাসার জোড়ে সবাইকে___
নাও আপন করে,
নতুন ভোরের নতুন আলো কাল__
দুচোখ মেলে নাও তো দেখা হতে পারে!
ভালোবাসা ছড়িয়ে দাও সবার মাঝে__
আপন পর, ভেদাভেদ ভুলে,
যখন তুমি যাবে, না ফেরার দেশে চলে,
আকাশের হাজার হাজার তারার___
ভীড়ে তোমাকে পাওয়া যাবেনা___
আর খুঁজে,
যখন তোমার আর থাকবেনা____
কোন অস্তিত্ব এই জগতে,
তখন এই ভালোবাসার জোড়েই তুমি___
থাকবে সবার হৃদয় জুড়ে।
তোমাকে বিদায় জানাতে সবার____
চোখ হবে অশ্রুসিক্ত,
এই জীবনে এটাইতো আসল প্রাপ্য।
